চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বাঁশখালীতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের!

বাঁশখালী সংবাদদাতা

১৫ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে মাছ ধরতে গিয়ে মোহাম্মদ আরিফ (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ছনুয়া ইউনিয়নের খদুকখালী গ্রামের কোনাখালী বিলে এই ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আরিফ কোনাখালী এলাকার হাজি কালামিয়া পাড়ার মরহুম আবদুর রহিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নিহতের চাচাতো ভাই মো. সরওয়ার উদ্দীন জানান, শনিবার রাতে সে মাছ ধরতে ঘর থেকে বের হয়েছিল।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, স্থানীয় চৌকিদার মাধ্যমে জানা গেছে- মাছ ধরতে গিয়ে মোহাম্মদ আরিফ নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে তা পরে জানানো হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট