চট্টগ্রাম বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

সাড়ে ৫ লাখ টাকার মাদক নিয়ে যুবক ধরা মিরসরাইয়ে

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে গাঁজা-ফেনসিডিলসহ মো. সুমন (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি গাড়িও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার মো. সুমন জোরারগঞ্জ থানার পূর্ব দুর্গাপুর এলাকার মৃত জহুরুল হকের ছেলে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় পৌরসভা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম।

তিনি জানান, কুমিল্লা থেকে মাদক নিয়ে চট্টগ্রামের দিকে আসার সংবাদ পেয়ে মিরসরাইয়ের বাজার এলাকায় গাড়ি তল্লাশি করা হয়। এ সময় একটি প্রাইভেটকার ও একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দিলে গাড়ি থামিয়ে দু’জন পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে ধাওয়া দিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা এবং অটোরিকশা থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ি দুটিও জব্দ করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার মাদকের আনুমানিক মূল্য সাড়ে ৫ লাখ টাকা। গ্রেপ্তার আসামিকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক সিএনজি অটোরিকশা চালককে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট