চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ১৬ জলকপাট

অনলাইন ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:৪৫ অপরাহ্ণ

টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায় পৌঁছে যাওয়ায় কর্ণফুলি পানিবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট আবারও খুলে দেওয়া হয়েছে ।

 

কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের জানান, শনিবার সন্ধ্যায় বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলিতে নিষ্কাশন হচ্ছে।

 

সোমবার সকাল ১০টায় এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়।

 

কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল (মিনস সি লেভেল)। আর এখন পানি রয়েছে ১০৮.৫৫ এমএসএল।

 

উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক জানান, গত কয়েকদিনে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হ্রদের পানি বেড়েছে। তাই আবারও  পানি বিদ্যুৎকেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেয়া হয়েছে।

 

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট