চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ডাকাতির প্রস্তুতিকালে লোহাগাড়ায় অস্ত্রসহ আটক ৩

লোহাগাড়া সংবাদদাতা

১৩ সেপ্টেম্বর, ২০২৪ | ৮:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে একটি অচল ভাঙা এয়ারগান, একটি রাম দা ও একটি ছোরা উদ্ধার করা হয়।

 

বুধবার দিবাগত রাত ৩টার দিকে ওই উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জঙ্গল পদুয়া থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হল- কক্সবাজারের ঈদগাঁও থানার পূর্ব দরগাপাড়া এলাকার মাহবুব আলমের ছেলে মাহামুদুল করিম প্রকাশ মুকিত (২০), সন্দীপ থানার মগধরা ইউনিয়নের গুপ্তছড়া বাজার এলাকার মো. আলা উদ্দীনের ছেলে ইয়াছিন আরাফাত (২০) ও পটিয়া থানার হরনা ইউনিয়নের হরনা এলাকার মৃত নাছির উদ্দীনের ছেলে খায়রুল ইসলাম (২২)।

 

বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, জঙ্গল পদুয়ার দুই খালের মুখ এলাকায় গভীর রাতে ৮-১০ জনের একটি সশস্ত্র দল এলাকার আশেপাশে ডাকাতি করার উদ্দেশ্যে ঘুরাফেরা করছিল। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করেন। সশস্ত্র ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তিনজনকে আটক করতে সক্ষম হন। পরে থানা পুলিশকে খবর দিলে গতকাল (১২ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে পুলিশে ঘটনাস্থলে যায়। তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।

 

 

পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট