চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

লোহাগাড়ায় ছাত্রশিবিরের নবীনবরণ

অনলাইন ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০২৪ | ১:৪৭ অপরাহ্ণ

লোহাগাড়া উপজেলার বার আউলিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। লোহাগাড়া আদর্শ থানা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

সংগঠনের সভাপতি বেলাল উদ্দীন ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবুল মাসুম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আসিফুল্লাহ মোহাম্মদ আরমান।

 

একরামুল হাসান জিহানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, ডি.এম আসহাব উদ্দীন, অধ্যাপক ডা. জালাল আহমদ, অধ্যাপক মুহাম্মদ সরওয়ার কামাল, এম সাইফুর রহমান প্রমুখ।

 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ছাত্রশিবির একটি স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠানের নাম। ছাত্রদের মেধা বিকাশের পাশাপাশি এ কাফেলা তাদের নৈতিক বিকাশ সাধনে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। একজন মুসলমান ছাত্রকে আদর্শ মুসলমান হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

 

তারা আরও বলেন, অন্যান্য ধর্মাবলম্বী ছাত্রদেরকেও ধর্মীয় জ্ঞান চর্চা ও অনুসরণের গাইডলাইন দিয়ে থাকে ছাত্রশিবির। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে প্রেরণা যোগায়। 

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট