চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মসজিদের উঠানে কাফনের কাপড়সহ নবজাতকের লাশ!

চকরিয়া প্রতিনিধি

১০ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:৩৯ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা কেন্দ্রীয় জামে মসজিদের উঠান থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে স্থানীয় মুসল্লীরা।

 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এশারের নামাজ পড়ে মুসল্লীরা মসজিদ থেকে বের হয়ে উঠানে কার্টুন দেখে সন্দেহ হলে খোলার পর কাফনের কাপড়সহ নবজাতকের লাশ দেখতে পায়।

 

মুসল্লীরা জনায়, মঙ্গলবার জোহরের নামাজের পর থেকে চকরিয়া সেন্ট্রাল কেয়ার হাসপাতালের নাম লেখা কালো পলিথিন মোড়ানো কার্টুনটি দেখতে পান। ভয়ে কেউ কার্টুনটি খুলে না দেখলেও এশার নামাজের পর মুসল্লীরা কার্টুনটি খুলে দেখতে পান ভেতরে কাগজে মোড়ানো নবজাতকের লাশ। সাথে কাফনের কাপড় ও দুই শত টাকাও পাওয়া যায়। পরে এলাকাবাসী চকরিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করে।

 

চকরিয়া থানার অপারেশন অফিসার মুফিজুর রহমান জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে স্থানীয় কবরস্থানে এই নবজাতকের লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট