চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কর্ণফুলী থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

কর্ণফুলী সংবাদদাতা

৯ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে কর্ণফুলী নদীর জুলধা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, উদ্ধার হওয়া লাশের বয়স আনুমানিক ৩৫ বছর। উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, তার পরনে কোনো পোশাক ছিল না। চুল ঘন কালো এবং দেড় ইঞ্চি লম্বা।

 

তিনি আরও বলেন, কীভাবে এ অজ্ঞাত যুবক মারা গেছেন বা ঘটনাস্থলে পৌঁছেছে তা জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

 

পূর্বকোণ/নয়ন/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট