চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে ‘এনজিও ঋণ শোধ করতে না’ পেরে অটোরিক্সা চালকের আত্মহত্যা

হাটহাজারী সংবাদদাতা

৭ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে পারিবারিক আর্থিক অনটন ও এনজিওর ঋণের টাকা শোধ করতে না পেরে এক সিএনজিচালিত অটোরিক্সা চালক আত্মহত্যা করেছেন। অটোরিক্সা চালক মিলন বড়ুয়া (৩৬) রাঙামাটি রিজার্ভ বাজার এলাকার রাখাল বড়ুয়া ছেলে।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা বড়ুয়াপাড়ার পুকুর থেকে মিলন বড়ুয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিব হাসান।

নিহতের পিতা রাখাল বড়ুয়া বলেন, আর্থিক অনটন, বিভিন্ন এনজিও সংস্থা ও বন্ধুদের কাছ থেকে নেয়া ধার-কর্জ পরিশোধ করতে না পেরে সে আত্মহত্যা করেছে। আজ সকালে পুকুর পাড়ের জাম গাছের সাথে ডিসলাইনে তার পেঁচিয়ে সে আত্মহত্যা করে। আত্মহত্যার এক পর্যায়ে তার ছিঁড়ে সে পুকুরে পড়ে গেছে।

হাটহাজারী মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রতিবেদন তৈরি করে পুকুর থেকে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট