চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে একই পরিবারের দুই শিশুর মরদেহ উদ্ধার

টেকনাফ সংবাদদাতা

৬ সেপ্টেম্বর, ২০২৪ | ৭:০৯ অপরাহ্ণ

টেকনাফের হ্নীলা নাফনদী থেকে একই পরিবারের দুই শিশুর ভাসমান মৃত দেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং স্লুইচ পাড়া এলাকায় নদীর মধ্যবর্তী কেওড়া বাগানের পাশে দুই শিশুর মৃতদেহ দেখতে পান স্থানীয়রা।

 

শিশুর মৃতদেহের ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হলে তা দেখে পরিচয় শনাক্ত করা হয়। নিহত দুই শিশু হোয়াইক্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল হোছনের ছেলে ওসমান (৮) ও জিহাদ (৬) বলে জানা গেছে।

 

মা-বাবা ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে নদীর পাড় থেকে দুই শিশুকে নিজ বাড়িতে নিয়ে যান।

 

এই বিষয়ে জানতে চাইলে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ জানান, ওয়াব্রাং এলাকা দিয়ে নাফনদীতে কেওড়া আনতে গেলে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহত দুই শিশুর মৃতদেহ তাদের পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।

 

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট