চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

খাগড়াছড়িতে হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রতিমন্ত্রীসহ আসামি দুই শতাধিক

খাগড়াছড়ি প্রতিনিধি 

৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৬:৩২ অপরাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙায় তারিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টা মামলায় সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ দুই শতাধিক আ’লীগ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মাটিরাঙা থানায় মামলাটি দায়ের করেন ভিকটিম নিজে।
বিয়ষটি নিশ্চিত করেছেন মাটিরাঙা থানার পুরশি পরিদর্শক (তদন্ত) মো. শরীফ। তিনি বলেন, ‘ভিকটিম থানায় এসে মামলা দায়ের করেছে।’
মামলা এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট সরকার পতনের দিন মাটিরাঙা উপজেলা বিএনপি কার্যালয়ে সামনে আসামীরা তরিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এসময় আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তাকে  আঘাত করে শরীরের বিভিন্ন অংশ জঘম করে। পরে আহত তরিকুল সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসলেও সেখানেও হামলার হুমকি দেয়। পরে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হয়।
মামলায় সাবেক প্রতিমন্ত্রী ছাড়াও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, মাটিরাঙা উপজেলা আ’লীগের সভাপতি হুমায়ন মোরশেদ খাঁন, মাটিরাঙা উপজেলার সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামসহ ১৮৯ জনকে আসামি করা হয়েছে।  ২০-৩০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
পূর্বকোণ/পিআর /এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট