কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, বিগত সাড়ে ১৬ বছর সরকারের জুলুম-নির্যাতনের কারণেই আমরা আপনাদের সঙ্গে খোলা মনে কথা বলতে পারিনি। গণমানুষের কল্যাণে নির্বিঘ্নে কাজ করতে পারিনি। অথচ শুধু মানুষ নয় বরং আল্লাহর সব সৃষ্টিকে সম্মান করা আমাদের দায়িত্ব। মানুষ সৃষ্টির সেরা। মানুষের কল্যাণের জন্যই সব কিছু সৃষ্টি করা হয়েছে। তাই মন্দের বিপরীতে মন্দের চর্চার কোনো সুযোগ নেই। আর ‘আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। রাজনৈতিকভাবে আমাদের ওপর যারা জুলুম-নির্যাতন করেছে আমরা তাদের ক্ষমা করে দিয়েছি। আমরা সংশোধন ও ক্ষমার রাজনীতিতে বিশ্বাসী। দল হিসেবে আমরা কোনো প্রতিশোধ নেব না। আমরা আদর্শ গণতন্ত্রে বিশ্বাসী।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ১২টায় লোহাগাড়ার মিডওয়ে রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুনতি ইউনিয়ন আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইউনিয়ন আমীর মাওলানা সলিমুল্লাহর সভাপতিত্বে আয়োজিত কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি লুৎফর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল কালাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক তৌহিদুল হক মিসবাহ।
ইউনিয়ন সেক্রেটারি মাহবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সাবেক সভাপতি হাফেজ আবদুল আজিজ শোয়েব, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাহমুদুর রহমান, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গোফরান, স্থানীয় শিবির সভাপতি শাহাদাত প্রমুখ।
এ সময় উপজেলা, ইউনিয়ন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/মাসুম/জেইউ/পারভেজ