চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

জমি দখল ও লুটপাটের অভিযোগ

সাবেক মেয়র মুজিবসহ কক্সবাজারে ৭ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার সংবাদদাতা

৪ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:১৯ অপরাহ্ণ

কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমানসহ সাতজনের বিরুদ্ধে জমি দখল ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) কক্সবাজার সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করা হয়।

মামলার বাদী কক্সবাজার পৌরসভার পশ্চিম বাহারছড়ার ব্যবসায়ী নাসির উদ্দিন। তিনি অভিযোগ করেন, ২০২০ সালে সাবেক মেয়র মুজিবুর রহমানের নির্দেশে তার বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয় এবং মূল্যবান জিনিসপত্র লুটপাট করা হয়। এ সময় তিনিসহ তার পরিবারের সদস্যরা আহত হন।

মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন কক্সবাজার পৌরসভার সাবেক সচিব রাসেল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী নুরুল আলম, প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম, নকশাকার মান্নানুল ইসলাম, এসেসর শিপক কান্তি দে এবং কনজারভেন্সি পরিদর্শক কবির হোসেনসহ অজ্ঞাত ২০-৩০ জন।

আদালত মামলাটি গ্রহণ করে কক্সবাজার পিবিআই পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী নাসির উদ্দিন জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে পৌরসভার একটি জমি ইজারা নিয়ে আছেন। কিন্তু সাবেক মেয়র মুজিবুর রহমান সেই জমি দখল করার চেষ্টা করেছেন। মুজিবুরের নির্দেশে তার বসতবাড়ি ভেঙে দেওয়া হয়েছে।

এর আগে এই ঘটনার পর সাবেক মেয়র মুজিবুর রহমান নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছিলেন। কিন্তু আদালত সেই মামলা মিথ্যা প্রমাণ করেছেন।

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট