চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

বাঁশখালীতে পাহাড়ি এলাকা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বাঁশখালী সংবাদদাতা

৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৬:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নের পূর্ব পাইরাং পাহাড়ি এলাকা থেকে মো. সিরাজ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সিরাজ মিয়া পৌরসভার পার্শ্ববর্তী সরল ইউনিয়নের জালিয়াঘাটা ৭ নম্বর ওয়ার্ডের মৃত বদিউর রহমানের ছেলে।

 

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পৌরসভার পূর্ব পাহাড়ি এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

 

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করি। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে মৃতদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট