চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

শিক্ষার্থীদের আন্দোলনে কক্সবাজার নার্সিং কলেজ শিক্ষকদের পদত্যাগ

কক্সবাজার সংবাদদাতা

২ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:৩৪ অপরাহ্ণ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কক্সবাজার নার্সিং ও মিডওয়াইফারি কলেজের সব শিক্ষক পদত্যাগ করেছেন। এ কারণে, শিক্ষকশূন্য হয়ে পড়েছে কলেজটি।

রবিবার (১ সেপ্টেম্বর) শিক্ষার্থীরা কলেজে অবরোধ করে শিক্ষকদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে। দীর্ঘ আলোচনার পর রাত সাড়ে ১১টার দিকে শিক্ষকরা পদত্যাগ করতে বাধ্য হন।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, কলেজের শিক্ষকরা দুর্নীতি ও অনিয়মে জড়িত ছিলেন। তারা শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করতেন এবং শিক্ষার মানও খুব খারাপ ছিল। এছাড়া, শিক্ষিকারা নারী শিক্ষার্থীদের প্রতি অসদাচরণ করতেন বলেও অভিযোগ উঠেছে।

এই ঘটনায় কক্সবাজার সদর হাসপাতালের দুই আবাসিক মেডিকেল অফিসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী এবং র‍্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। দীর্ঘ আলোচনার পর শিক্ষকরা পদত্যাগ করতে রাজি হন।

আন্দোলন সমন্বয়কারী উর্মী আক্তার বলেন, আমরা দুর্নীতিমুক্ত ক্যাম্পাসের দাবি জানিয়েছিলাম। যেহেতু দুর্নীতিতে পুরো ফ্যাকাল্টি জড়িত ছিল তাদের পদত্যাগ আমরা চেয়েছি। আমাদের দাবি মেনে নিয়েছেন। এতে আমরা সন্তুষ্ট কিন্তু আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। যেহেতু শিক্ষক শূন্য হয়ে গেলো সেহেতু আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক।

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট