চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

আমিরাবাদে জামায়াতের কর্মী সমাবেশ

বিজ্ঞপ্তি

১ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) আমিরাবাদ ইউপির মল্লিক ছোবহানের হাজীর পাড়ার তেলীপুকুর পাড় এলাকায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা এম সাইফুর রহমান।

 

প্রধান অতিথি ছিলেন সংগঠনের ইউনিয়ন আমীর অধ্যাপক মুহাম্মদ হাসান। বিশেষ অতিথি ছিলেন আমিরাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা কাজী নুরুল আলম চৌধুরী, প্রবীণ শিক্ষক মোবারক আলী, শিক্ষক রাশেদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও শিক্ষক আবদুল বাকী, আরিফুল্লাহ চৌধুরী, মাহফুজুর রহমান, তফসির উদ্দীন, সেকান্দর হোসেন বাবর, মিজানুর রহমান।

 

আয়োজিত সভায় বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের শাসনামলে সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের অসংখ্য নেতাকর্মীর মৃত্যু হয়েছে। শেখ হাসিনার শাসনামলেই সবচেয়ে বেশি জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের জনশক্তি। আমরা কোনো প্রতিবাদ করতে পারিনি। এমন কী কেউ মারা গেলে জানাজার নামাজটাও পড়তে দেওয়া হয়নি। আমাদের লোকজন যে, কান্না করবে সেই স্বাধীনতাটুকুও ছিল না। তাই দেশের পটভূমি পরিবর্তন হওয়ার পর রাজনৈতিকভাবে প্রতিশোধ নিলে আমাদেরই বেশি প্রতিশোধ নেওয়া উচিত। কিন্তু জামায়াতে ইসলামী কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না। জামায়াত প্রতিশোধ নিতে চায় না। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের বিনিময়ে আমরা দেশ থেকে স্বৈরাচার হটাতে পেরেছি। এখন দেশ গড়ার সময়। জামায়াত দেশ গঠনে কাজ করছে।

 

পূর্বকোণ/মাসুম/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট