চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রাউজানে ফজলে করিমের বাগান বাড়িতে মিলল বৃদ্ধের লাশ

রাউজান সংবাদদাতা

১ সেপ্টেম্বর, ২০২৪ | ৪:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে নিখোঁজ মো. ইউসুফ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইউসুফ রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আবদুল শুক্কুর মিয়ার বাড়ির প্রয়াত শামসু মিয়ার ছেলে।

 

রবিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ফরেস্ট অফিস সংলগ্ন পূর্ব পাশে সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বাগান বাড়ির একটি পরিত্যক্ত কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

রাউজান থানার সেকেন্ড অফিসার নাফিজুল ইসলাম বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার ডান কাঁধের পেছনের অংশে আঘাতের চিহ্ন ও রক্ত ছিল।

 

উল্লেখ্য, গতকাল শনিবার ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয় মো. ইউসুফ মিয়া। আজ রবিবার সকালে ফরেস্ট অফিস সংলগ্ন সংলগ্ন পূর্ব পাশে একটি পরিত্যক্ত কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট