চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

বন্যার্তদের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা সুজন

অনলাইন ডেস্ক

৩০ আগস্ট, ২০২৪ | ১১:০৬ অপরাহ্ণ

ফেনী ও নোয়াখালীতে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাবে মেহেদী হাসান সুজন। গতকাল বৃহস্পতিবার তার উদ্যোগে ফেনীর ছনুয়া ইউনিয়ন ও নোয়াখালী জেলার সেনবাগে তিনশাধিক পরিবারের হাতে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি এদিন ফেনীর বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত দুই শতাধিক বন্যাদুর্গতের হাতে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়।

 

বিএনপি নেতা সুজনের বিতরণ করা ত্রাণের মধ্যে ছিলো চাল, ডাল, আলু, তৈল, পেঁয়াজ, জরুরি ওষুধ, ওরস্যালাইন, স্যানিটারি ন্যাপকিন, মোমবাতি, দিয়াশালাই, বিশুদ্ধ পানি, সাবান ও কাপড়।

 

এসময় জাবেদ মেহেদী হাসান সুজন বলেন, উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে ফেনী, নোয়াখালীসহ বেশ কয়েকটি জেলা আজ প্লাবিত। প্রবল বন্যায় বিপর্যস্ত সাধারণ মানুষ। আমি আমার অবস্থান থেকে ধর্ম-বর্ণ ভুলে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তাই এ কাজে আমি আমার দলীয় নেতাককর্মী ও বন্ধুদের সহযোগিতা নিয়ে এখানে ছুটে এসেছি।

 

এসময় দেশের সর্বস্তরের মানুষকে ত্রানের পাশাপাশি তাদের পুনর্বাসনে এগিয়ে আসার আহবান জানান তিনি ।

 

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লের আহবায়ক আকরাম হোসেন দুলাল, পোপাদিয়া ইউনিয়ন ছাত্রলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুল ইসলাম ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বেলাল হোসেন, সাবেক ছাত্রনেতা সিদ্দিক আযা রিহাদ, সাইফু, ছাত্রনেতা সাফায়াত, আসিফ, নেজাম, ওয়াহেদ, মিনহাজ, সুজন ও রমজান প্রমুখ।

 

এর আগে গেলো ২৪ আগস্ট জাবেদ মেহেদী হাসান সুজনের উদ্যোগে চট্টগ্রামের বন্যা দুর্গত ফটিকছড়িতে প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার ও কাপড় বিতরণ করা হয়।

 

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট