চট্টগ্রাম বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

হাছান মাহমুদের শ্বশুর বাড়িতে পাওয়া গেল সরকারি গাছ

নিজস্ব সংবাদদাতা, নাজিরহাট

২৯ আগস্ট, ২০২৪ | ১১:৪০ অপরাহ্ণ

ফটিকছড়িতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের শ্বশুর বাড়ির আঙ্গিনা পাওয়া গেল সরকারি গাছ। পরে এসব গাছ জব্দ করা হয়েছে। জব্দ করা গাছের মধ্যে রয়েছে আকাশমণি ও মেহগণি। এই ধরনের গাছ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আওতাধীন সড়কের পাশে লাগানো গাছের বলে জানা গেছে।
সম্প্রতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের শ্বশুর বাড়ি উপজেলার সুন্দরপুর ইউপির মাস্টারবাড়ির আঙ্গিনায় গাছগুলো পাওয়া গেছে।
জানা গেছে, স্থানীয় বাসিন্দারা ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারকে জানান- মাস্টার বাড়িতে অর্থাৎ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের শ্বশুরবাড়িতে সরকারি কিছু গাছ রাখা রয়েছে। এই খবরের প্রেক্ষিতে ইউএনও বিষয়টি উপজেলা প্রকৌশলী তন্ময় নাথকে দেখার দায়িত্ব দেন। তন্ময় নাথ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করেন।

তিনি জানিয়েছেন, ইউএনও স্যারের নির্দেশে আমি ওই বাড়িতে লোক পাঠিয়ে বিষয়টি তদন্ত করেছি। এতে জানা গেছে- গাছগুলো আমাদের অধিদপ্তরের অধিনে যে সমস্ত সড়ক রয়েছে তার পাশে লাগানো গাছের ডালপালা। এগুলো বেশ পুরাতন এবং ওই বাড়ির আঙ্গিনায় ছিলো। গাছগুলো কারা, কখন, কিভাবে কেটেছে তা জানা যায়নি। তদন্তের সময় ওই বাড়িতে কেউ ছিলো না। বিষয়টি ইউএনও স্যারকে জানানোর পর তিনি স্থানীয় ইউপি সচিবকে গাছগুলো দেখবাল করার দায়িত্ব দেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট