চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

১০ বছর পর চকরিয়ায় সালাহউদ্দিন আহমদ

সজাগ থাকুন যাতে কোন স্বৈরশাসক মাথাচাড়া দিয়ে না উঠে

চকরিয়া প্রতিনিধি

২৮ আগস্ট, ২০২৪ | ৯:৪৪ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সবাই সজাগ থাকবেন, অব্যাহত রাখবেন আন্দোলন, যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে কোন স্বৈরশাসক।

 

বুধবার (২৮ আগস্ট) কক্সবাজারের চকরিয়া শহীদ আব্দুল হামিদ স্মৃতি বাস টার্মিনালে আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, ছাত্র জনতা জীবন দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। এতে আনন্দিত হওয়ার কিছু নেই। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অনেকেই ষড়যন্ত্রে মেতে উঠেছে এ দেশে সত্যিকার গণতন্ত্র বাস্তবায়ন বাধাগ্রস্ত করতে। সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙ্গে দিতে হবে। এদেশে আর আওয়ামী বাকশালীরা রাজনীতি করতে পারবে না। তারা ক্ষমা চাইলেও কুকর্মের বিচার হবে। তারা নিজের ক্ষমতা পোক্ত রাখতে সংবিধানকে কাটাছিঁড়া করে আওয়ামী গঠনতন্ত্রে পরিণত করেছে। সেই সংবিধান আবার জনগণের কল্যাণময় করতে হবে।

 

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, পুলিশসহ প্রশাসনের যে সকল সদস্য স্বৈরাচারী হাসিনা সরকারের হয়ে কু’ কাজ করেছে তাদের ক্ষমা করে দিলাম। তবে আগামীতে তারা কোন পক্ষে নয় জনগণ তথা ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। আজ থেকে এদেশে জুলুমের অবসান হলো। কোন অন্যায় নির্যাতন চলবে না। কেউ আইন হাত তুলে নেবেন না। আইন শৃঙ্খলা সংস্থাকে সহযোগিতা করবেন। যাতে আইনের শাসন কায়েম হয়। সবাই সজাগ থাকবেন, অব্যাহত রাখবেন আন্দোলন, যাতে ওৎপেতে থাকা ষড়যন্ত্রকারীরা কোন ধরনের কুকাজ করতে সুযোগ না পায়, মাথাচাড়া দিয়ে উঠতে না পারে কোন স্বৈরশাসক।

 

সালাহউদ্দিন আহমদ অতিরিক্ত মহাসচিব থাকাকালীন ২০১৪ সালের ১৪ জুন কক্সবাজার শ্রমিক দলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রেখে ঢাকায় চলে যান। ২০১৫ সালের ১০ মে রাতে রাজধানীর উত্তরার একটি ভবন থেকে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী তাকে তুলে নিয়ে যান। দুই মাস পর ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরের গলফ কোর্স ময়দানে উদ্ধার হন তিনি। সেখানে মামলা, কারাভোগ শেষে সরকার পতনের পর দেশে ফেরেন। নিজ জন্মভূমি চকরিয়া-পেকুয়ায় আসেন ১০ বছর ২ মাস ১৪ দিন পর।

 

চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে বুধবার ( ২৮ আগস্ট) বিকালে আয়োজিত সংবর্ধনায় বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য এডভোকেট হাসিনা আহমেদ, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহাজাহান চৌধুরী, জেলার সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার,আব্দুর রহিম,গিয়াস উদ্দিন, আলী আকবর, উপজেলা যুবদলের সভাপতি এ এম ওমর আলী প্রমুখ।

 

অপর দিকে সন্ধ্যা ৭টার দিকে পেকুয়ায় আয়োজিত সংবর্ধনায় বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমদ।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট