কক্সবাজারের কলাতলী এলাকায় এক অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধারের ঘটনা স্থানীয়ভাবে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। সোমবার (২৬ আগস্ট) কক্সবাজার সদর হাসপাতালে মৃতদেহটি নিয়ে আসা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী কিছুদিন ধরে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে রাস্তায় পড়ে ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত নারীর বয়স প্রায় ৩৫ বছর হবে। সিআইডি ইতোমধ্যে তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এনআইডি ডাটাবেজে তা খুঁজে দেখছে। তবে এখনও পর্যন্ত কোন সঠিক তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, মহিলাটি মানসিকভাবে অসুস্থ হতে পারেন, যার কারণে তার পরিবারের সন্ধান পাওয়া কঠিন হচ্ছে। তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে তাকে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।
এ ঘটনায় কক্সবাজার সদর থানা পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। তবে এখনও পর্যন্ত কোন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি।
মৃতদেহটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ আশা করছে, ময়নাতদন্তের পর আরো কিছু তথ্য পাওয়া যাবে।
এছাড়া পুলিশ বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করছে এবং মৃত নারীর পরিচয় সনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত নারীর ছবি প্রকাশ করে জনসাধারণের কাছে তথ্য চাওয়ার চেষ্টা চালাচ্ছে।
পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ