চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পেকুয়ায় ছুরিকাঘাতে শ্রমিকদল নেতা নিহত, গুরুতর আহত ২

পেকুয়া সংবাদদাতা

২৭ আগস্ট, ২০২৪ | ১২:১৮ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শহীদুল ইসলাম প্রকাশ শওকত (৩২) নামে এক শ্রমিকদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

নিহত শহীদুল ইসলাম প্রকাশ শওকত পেকুয়া সদর (পশ্চিম জোন) ইউনিয়নের শ্রমিক দলের সাবেক সদস্যসচিব বলে জানা গেছে।

সোমবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১০টায় পেকুয়া সদর ইউনিয়নের পেকুয়া বাজারের ভুলাইয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শহীদুল ইসলাম প্রকাশ শওকত ভোলাইয়াঘোনা এলাকার মৃত্যু শফিউল আলমের ছেলে। গুরুতর আহত হয়েছেন- নিহতের আপন ভাই শাকের (২৭) ও একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে তারেক (১৮)।

স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করেন। এদের মধ্যে শহীদুল ইসলাম প্রকাশ শওকত চট্টগ্রাম নেওয়ার পথে মারা যান। তার লাশ চট্টগ্রাম মেডিকেলের মর্গে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে তার লাশ পেকুয়া আনা হবে বলে জানান নিহতের খালাত ভাই সাংবাদিক মো. ফারুক। তবে কি কারণে ঘটনা ঘটেছে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় নি।

স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে রাতে কয়কজন দুর্বৃত্তরা অতর্কিতভাবে ছুরিকাঘাত করে তাদের গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেয়ার পথে শহীদুল ইসলাম মারা যান।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট