চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু চকরিয়ায়

চকরিয়া প্রতিনিধি

২৬ আগস্ট, ২০২৪ | ১০:৩২ অপরাহ্ণ

ভীমরুলের কামড়ে কক্সবাজারের চকরিয়ায় আদিবা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই শিশুর মৃত্যু হয়।

 

আদিবা উপজেলার বরইতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড তেইল্ল্যাকাটা গ্রামের রুহুল আমিনের কন্যা। আজ সোমবার বিকালে আদিবাকে দাফন করা হয়।

 

জানা যায়, বিকেলে বাড়ির পার্শ্ববর্তী গাছে ভীমরুলের বাসায় ঢিল ছুড়ে কয়েকজন শিশু। এ সময় ভীমরুলের দল উড়ে এসে কামড় দিলে গুরুতর আহত হয় আদিবা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মারা যায় আদিবা। বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট