চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

হাছান মাহমুদের ভাইয়ের দখলে থাকা বনবিভাগের জায়গা উদ্ধার

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২৬ আগস্ট, ২০২৪ | ৬:২৫ অপরাহ্ণ

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রাঙ্গুনিয়ায় সাবেক এমপি ড. হাছান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদের কাছে অবৈধভাবে দখলে থাকা বনবিভাগের মালিকানাধীন ৫৫ একর জায়গা উদ্ধার করেছেন সংশ্লিষ্টরা। এসব জায়গায় রেস্টুরেন্ট ছাড়াও গড়ে তোলা হয়েছিলো গয়ালঘর ও পুকুর।

 

উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামে দীর্ঘ ১৬ বছর দখলে থাকা জায়গাগুলো সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে উদ্ধার করে বনবিভাগের লোকজন।

 

বনবিভাগের খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, খুরুশিয়া রেঞ্জের আওতাধীন সুখবিলাস গ্রামের পাহাড়ি এলাকার ৫০ একর বনভূমি অবৈধভাবে দখলে নিয়ে সেখানে ৬টি গয়ালঘরসহ পাহাড়ে তিনটি পুকুর খনন করে মাছ চাষ করে আসছিলেন এরশাদ মাহমুদ। এছাড়া বান্দরবান সড়কের পাশে ১০ মাইল এলাকায় বনবিভাগের মালিকানাধীন আরও ৫ একর জায়গা দখলে নিয়ে সেখানে রেস্টুরেন্টসহ পুকুর খনন করে পার্ক বানানো হয়েছিল। দীর্ঘদিন প্রভাব বিস্তার করে দখলে রাখা ৫৫ একর বনবিভাগের মালিকানাধীন জায়গা চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এবং সহকারী বনসংরক্ষক মারুফ হোসেনের নেতৃত্বে উচ্ছেদ করা হয়েছে। খুরুশিয়া রেঞ্জ, রাঙ্গুনিয়া রেঞ্জ ও শহর রেঞ্জ চট্টগ্রামের কমীর্রা উচ্ছেদ কাজে অংশগ্রহণ করেন।

 

তিনি বলেন, ৬ ঘণ্টাব্যাপী উচ্ছেদকালে ৬টি গয়ালঘর ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় এবং খননকৃত তিনটি পুকুরের পাড় কেটে পানি বের করে দিয়ে জায়গাটি খালি করা হয়। এছাড়া বান্দরবান সড়কের পাশে তিনটি টিনের ঘর, চারটি গোলঘর উচ্ছেদ করা হয় এবং পুকুরটির পানি পাড় কেটে বের করে দেয়া হয়। উচ্ছেদকৃত জায়গায় বনায়ন করা হবে বলে তিনি জানান। এছাড়া তার দখলে থাকা বনবিভাগের মালিকানাধীন অন্যান্য জায়গাও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন তিনি।

 

পূর্বকোণ/জিগার/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট