চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

পার্বত্য জেলাপরিষদগুলো দ্রুত পুনর্গঠন করা হবে: পার্বত্য উপদেষ্টা

বান্দরবান প্রতিনিধি

২৬ আগস্ট, ২০২৪ | ৪:২৪ অপরাহ্ণ

অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সন্ত্রাসী তৎপরতা ও চাঁদাবাজি বন্ধে খুব শীঘ্রই আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। সেই সাথে খুব দ্রুত সবার সাথে আলোচনা করে অন্তর্বর্তীকালীন পার্বত্য জেলা পরিষদগুলো পুনর্গঠন করা হবে।

 

সোমবার (২৬ আগস্ট) দুপুরে বান্দরবান সার্কিট হাউসে নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের সাথে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

 

বৈঠকে বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ারুল হক, সেনা কর্মকর্তা কর্নেল আসাদুল্লাহ জামশেদ, পুলিশ সুপার মো. সৈকত শাহিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পার্বত্য উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার, যাতে মানুষের জীবনে সুখ-শান্তি ফিরে আসে। কুকি চীন কেএনএফ প্রসঙ্গ সম্পর্কে তিনি সাংবাদিকদের বলেন, যারা আটক আছে তারা রাজবন্দী কিনা সে বিষয়ে যাচাই-বাছাই করে সেটি সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া নিরাপত্তা বাহিনীর সাথে আলোচনা করে কেএনএফ’র সাথে আলোচনা করা যায় কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

 

তিনি আরো বলেন, পার্বত্য এলাকার পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য সময়ের প্রয়োজন রয়েছে। যা অল্প সময়ে সমাধান সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে সব বিষয়ের সহযোগিতার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছেন পার্বত্য উপদেষ্টা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট