চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

রাউজানে পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

রাউজান সংবাদদাতা

২৫ আগস্ট, ২০২৪ | ৯:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে পুকুরে গোসল করতে গিয়ে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। রাউজান ফায়ার স্টেশন ও ডিফেন্স সার্ভিস ও চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়েও তাকে এ রিপোর্ট লেখা (সন্ধ্যা পৌনে ৭টা) পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

 

নিখোঁজ ওই বৃদ্ধের নাম মো. শফিউল আলম প্রকাশ লেদা হাজী (৭৩)। তিনি উপজেলার ৭ নম্বর রাউজান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাউজান নুর আহমদ চৌধুরী বাড়ির মৃত আব্দুল জব্বারের ছেলে।

 

স্থানীয়রা জানান, শফিউল আলম দুপুর ১টার দিকে বাড়ির পুকুরে গোসল করতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ হন। বাড়ির লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে না পেয়ে পৌনে ৩টার দিকে রাউজান ফায়ার সার্ভিসকে খবর দেন।

 

রাউজান ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত লিডার কাউছার আহমেদ বলেন, খবর পেয়ে আমাদের ৭ সদস্যর একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করি। আমরা উদ্ধার করতে না পারায় আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। তারাও বিকেল পৌনে ৪টা থেকে উদ্ধার কাজ শুরু করেন।

 

আগ্রাবাদ ফায়ার ইউনিটের প্রধান মো. জসিম উদ্দিন সন্ধ্যা সাড়ে ৬টায় জানান, এখনো উদ্ধার কাজ অব্যাহত আছে। পুকুরটি বড় এবং তাতে বন্যার পানির কারণে পানি স্বাভাবিকের তুলনায় বেশি রয়েছে। এ পর্যন্ত নিখোঁজ লোকটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট