চট্টগ্রামের হাটহাজারীতে বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম বলেছেন, সম্মিলিতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সকল বিভাগ বন্যাদুর্গত মানুষের পাশে থেকে সহায়তার হাত প্রসারিত করতে বদ্ধপরিকর। এক্ষেত্রে সরকারের পাশাপাশি স্থানীয়দের মানবতার সেবক হয়ে সহযোগিতায় এগিয়ে আসতে হবে।
শনিবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুরস্থ মুফতি ফয়জুল্লাহ সড়ক সংলগ্ন ও চট্টগ্রাম রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের চারা বটতল এলাকায় প্রায় শতাধিক দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেছেন।
বন্যা কবলিতদের মাঝে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণের সময় চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক সাদিউর রহমান জাদিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শাবরীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ.দা.) নিয়াজ মোর্শেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, মেখল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইসমাইল, সাধারণ সম্পাদক জি এম সাইফুল, জসিম মেম্বার, মো. রাশেদুল আলম, মো. শফি, মো. মনা, দিদারুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/জেইউ/পারভেজ