চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে বন্যার পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

খাগড়াছড়ি সংবাদদাতা

২৪ আগস্ট, ২০২৪ | ৯:০২ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় বন্যার পানিতে ডুবে রুষা চাকমা নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা মেরুং ইউনিয়নের কাবুল্যা কার্বারি পাড়ায় এই ঘটনা ঘটে।

 

শনিবার (২৪ আগস্ট) বিকেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ।

 

নিহত রুষা চাকমা একই গ্রামের পল্টু চাকমার মেয়ে।

 

মেরুং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শান্তি চাকমা বলেন, বন্ধুদের সাথে বন্যার পানিতে গোসল করতে নামে রুষা চাকমা। এ সময় হঠাৎ তলিয়ে যায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

 

ইউএনও মামুনুর রশীদ জানান, বন্যার পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান নিহত শিক্ষার্থীর বাড়ি পরিদর্শনে গিয়ে ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।

 

নিচু এলাকা হওয়ার কারণে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বেশির ভাগ পরিবার এখনো পানিবন্দী। বন্যার পানিতে এখনো ডুবে আছে মেরুং বাজার। মেরুংয়ে ২০টির বেশি গ্রাম এখনো পানির নিচে। ডুবে আছে ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান। মেরুং হেডকোয়ার্টার এলাকায় সড়ক থেকে পানি না নামায় খাগড়াছড়ির সাথে লংগদুর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

 

 

পূর্বকোণ/জহুর/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট