চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ও পাইন্দং ইউনিয়নের ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
শুক্রবার (২৩ আগস্ট) তিনি অনেকগুলো আশ্রয়শিবির ঘুরে ঘুরে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষদের বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাস্টার নাজিম উদ্দীন সিকদার, উপজেলা সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, পাইন্দং ইসলামী ছাত্রশিবির সভাপতি নাঈম উদ্দিন, শহিদুল্লাহ তালুকদার সহ আরো স্থানীয় নেতৃবৃন্দ।
পূর্বকোণ/জেইউ/পারভেজ