চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রাউজান বিএনপির দুই গ্রুপে ফের সংঘাত, আহত ২০

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২৪ | ১১:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে আবারও সংঘাত হয়েছে। এতে প্রায় ১৫-২০ জন আহত হয়েছেন।

 

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে নোয়াপাড়া পথের হাটে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও সাবেক এমপি, রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, গত ১৮ আগস্ট উরকিরচর জিয়া বাজারে বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে নোয়াপাড়া পথের হাটে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ডাকে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। কর্মসূচি পালন শেষে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নেতা-কর্মীদের উপর আক্রমণ করে গোলাম আকবর খোন্দকার গ্রুপের কিছু অনুসারী। এতে গিয়াস কাদের গ্রুপের প্রায় ১৫-১৭ জন নেতাকর্মী আহত হন। এ সময় খোন্দকার গ্রুপেরও কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে। কয়েকটি গাড়িও ভাঙচুর হয়।

 

রাউজান উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. নন্দন দাশগুপ্ত বলেন, রাত ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০ জন হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন। আরো কয়েকজনকে বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছেন।

 

গিয়াস কাদের গ্রুপের নেতাকর্মীরা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি শেষে গাড়িবহরে ফেরার পথে নোয়াপড়ার পূর্ব পার্শ্বস্থ মিয়া মার্কেটের সামনে পথ আটকে একটি হায়েস গাড়ি ভাঙচুর ও নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়।

 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, এই ধরনের কোন অভিযোগ থানায় আসেনি।

 

তবে গত ১৮ আগস্ট গিয়াস গ্রুপের উপর হামলা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট