চট্টগ্রামের বোয়ালখালীতে শাকপুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিব নির্মল চন্দ্র দাশ ও গ্রাম পুলিশের সদস্য টুবুল বৈদ্যকে গণপিটুনি দিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তবে কেন, কারা এই হামলা চালিয়েছে তা জানা যায়নি।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে পরিষদের বাইরে শাকপুরা চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটেছে।
ইউপি সচিব নির্মল চন্দ্র দাশ বলেন, চৌমুহনী বাজারের একটি ব্যাংকের সামনে স্থানীয় এক মেম্বারের সাথে কথা বলছিলাম। এই সময় হঠাৎ লোকজন আমাকে মারধর শুরু করেন। এতে মাথায় আঘাত পেয়েছি। পরে পটিয়া উপজেলার পাঁচুরিয়া হাসপাতালে চিকিৎসা নিয়েছি। মাথায় ৫টি সেলাই নিতে হয়েছে।
গ্রাম পুলিশের সদস্য টুবুল বৈদ্য জানান, সকালে পরিষদ ঢুকতে চাইলে ৪০-৫০ জন লোক মানা করেন। অনেকক্ষণ অপেক্ষার পর দফাদার বলেন বসে থেকে লাভ নেই চলে যেতে। এরপর চৌমুহনী বাজারের একটি মুদির দোকান থেকে বাজার করার সময় তারা আমাকে মারধর শুরু করে। পরে স্থানীয়রা আমাকে তাদের হাত থেকে উদ্ধার করেন।
পূর্বকোণ/পিআর/এএইচ