চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

মহেশখালীতে পাহাড়ধসে পিতার মৃত্যু, মেয়ে আহত

মহেশখালী সংবাদদাতা

১৯ আগস্ট, ২০২৪ | ১:৩১ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর ঝাপুয়া বালাগুনিয়া পাড়া এলাকায় পাহাড়ধসে আব্দুস শুক্কুর প্রকাশ মনু মিয়া (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সদ্য বিয়ে দেয়া মেয়ে গুরুতর আহত হয়েছেন।

 

সোমবার (১৯ আগস্ট) সকাল ১১টায় পার্শ্ববর্তী পাহাড়ের একটি অংশ ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত আব্দুস শুক্কুর ওই এলাকার মকবুল সিকদারের ছেলে।

 

আহত মেয়ের নাম মোস্তারি (২০)। তিনি স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে বেড়াতে আসলে এ দুর্ঘটনার শিকার হন বলে জানান স্থানীয়রা। ঘটনাস্থল থেকে নিহত বাবার মরদেহ উদ্ধার ও আহত মেয়েকে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারী বৃষ্টিপাতের কারণে এ পাহাড়ধসের ঘটনা ঘটে ও প্রাণহানি হয়। স্থানীয় মহিলা ইউপি সদস্য কলি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট