চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

পটিয়ায় মাটির ঘরের দেয়াল ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু

পটিয়া সংবাদদাতা

১৯ আগস্ট, ২০২৪ | ১:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে ভারীবর্ষণে মাটির ঘরের দেয়াল ধসে ঘুমন্ত অবস্থায় তাহমিদা মান্নান নিঝুম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সকাল ৭টায় এ ঘটনা ঘটে।

 

নিহত নিঝুম ছনহরা ইউনিয়নের আলমদার পাড়া গ্রামের মাঝের বাড়ির আবদুল মান্নানের মেয়ে। সে স্থানীয় চাটরা নোমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ছিল।

 

নিহতের বাবা আবদুল মান্নান অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী আমিনুল হকের গুদাম ঘরের দেয়াল ভেঙে পড়ে আমার ঘুমন্ত শিশুটি মাটিচাপায় মৃত্যুবরণ করেছে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট