চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চকরিয়ায় দোকান মালিককে হত্যার অভিযোগ

চকরিয়া প্রতিনিধি

১৭ আগস্ট, ২০২৪ | ১২:০৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় হামলা চালিয়ে কুপিয়ে আহতের ১১দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে মো. জামাল উদ্দিন (৫২) নামে এক দোকান মালিক।

 

শুক্রবার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

জামাল উদ্দিন উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছরারকূল এলাকার কবির আহমদের ছেলে।

 

পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

 

জানা যায়, গত ৫ আগস্ট ফাঁশিয়াখালী ইউনিয়নের হাঁসেরদিঘী এলাকায় নিজের দোকানে ব্যবসা পরিচালনা করছিলেন জামাল উদ্দিন। বিকাল সাড়ে ৪টার দিকে একই ইউনিয়নের ছায়রাখালী এলাকার জনৈক মো. শামশুদ্দিন ও তার ভাইসহ ১৭-১৮ জন মিলে অতর্কিত হামলা চালায়। এ সময় জামাল উদ্দিন ও তার ছোট ভাই নুরুল ইসলামসহ ৫ জনকে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জামাল উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করে। আজ শুক্রবার রাত ৮টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জামাল উদ্দিন।

 

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, এ ঘটনায় লিখিত এজাহার দিলে মামলা রুজু করা হবে।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট