চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ড সমুদ্র উপকূল থেকে রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার

সীতাকুণ্ড সংবাদদাতা

১৬ আগস্ট, ২০২৪ | ৯:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড সমুদ্র উপকূল থেকে এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করেছে নৌ -পুলিশ। শুক্রবার (১৬ আগস্ট) বিকালে মুরাদপুরের গুলিয়াখালী থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার নারীর নাম মাকসুদা খাতুন (৫৩)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট কুতুবদিয়া থেকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার সময় সমুদ্রে ডুবে যায় স্পিডবোট। এতে নিখোঁজ হয় মাকসুদা খাতুন নামের রোহিঙ্গা নারীটিও।

 

এদিকে, শুক্রবার বিকালে মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী এলাকার সমুদ্র উপকূলে জোয়ারের পানিতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা। তারা কুমিরা নৌ-পুলিশকে বিষয়টি অবহিত করলে গাউছিয়া কমিটির সহায়তায় পুলিশ লাশটি উদ্ধার করে কুমিরা নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন বলে জানান কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাছির উদ্দিন।

 

তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট