চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজার সমুদ্রে ছাত্র নিখোঁজ: উদ্ধার অভিযান অব্যাহত

কক্সবাজার সংবাদদাতা

১৬ আগস্ট, ২০২৪ | ৫:৫১ অপরাহ্ণ

কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে আতহার নূর কায়েম (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে কলাতলী বিচে এই দুর্ঘটনা ঘটে।

 

নিখোঁজ শিক্ষার্থী উখিয়া বালুখালী এলাকার বশির আহমেদের ছেলে। তিনি কক্সবাজার ডিসি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

 

পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বিচ কর্মী শফিউল করিম জানান, আজ সকালে বন্ধুদের সাথে ফুটবল খেলার পর আতহার সমুদ্রে গোসল করতে নামলে স্রোতে ভেসে যায়। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার কাজে নামলেও এখনো তার কোন সন্ধান পাওয়া যায়নি।

 

নিখোঁজ যুবককে উদ্ধার করার জন্য স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের একটি যৌথ দল কাজ করছে। তারা সমুদ্রে ব্যাপক খোঁজাখুজি চালিয়ে যাচ্ছে।

 

আতহারের পরিবার এই ঘটনায় মর্মাহত। তার বাবা বশির আহমেদ বলেন, তার ছেলে ঘুম থেকে উঠে অজান্তেই সমুদ্রে চলে গেছে। এই দুর্ঘটনায় তারা স্তব্ধ হয়ে পড়েছেন।

 

এই ঘটনায় স্থানীয় প্রশাসন সকলকে সমুদ্রে সাবধানে গোসল করার আহ্বান জানিয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সমুদ্রে স্রোতের বেগ বেশি থাকে। তাই সমুদ্রে গোসল করার সময় সাবধানতা অবলম্বন করা জরুরি।

 

গত কয়েক বছরে কক্সবাজার সমুদ্রে বেশ কয়েকজন সাঁতারু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো স্থানীয় প্রশাসনের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

 

স্থানীয় বিশেষজ্ঞরা বলছেন, কক্সবাজার সমুদ্রে স্রোতের বেগ অনেক বেশি। তাই সাঁতারুদের সবসময় সাবধান থাকতে হবে। এছাড়া, সমুদ্রে গোসল করার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা উচিত।

 

তারা আরও জানান, এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সরকারকে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্থানীয় প্রশাসনকে আরো সজাগ থাকতে হবে এবং সাঁতারুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

 

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট