চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

১৫ আগস্ট, ২০২৪ | ১২:৩৯ অপরাহ্ণ

টেকনাফের বাহারছড়া নোয়াখালীপাড়া এলাকা থেকে ২ লাখ ইয়াবাসহ মো. হোসেন (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। গ্রেপ্তার মো. হোসেন সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড রাজারছড়া গ্রামের মৃত মফজল আহমদের ছেলে।

 

বুধবার (১৪ আগস্ট) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। 

 

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, বাহারছড়ার নোয়াখালীপাড়া এলাকার বাঘঘোনা ঘাটের পূর্ব পাশে মেরিন ড্রাইভ সড়কের উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল দুপুরে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মো. হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তবে এসময় আরও দু‘জন পালিয়ে যায়। পরে গ্রেপ্তার হোসেনের কাছে থাকা একটি বস্তা থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।

 

তিনি আরও জানান, উদ্ধার ইয়াবাসহ গ্রেপ্তার আসামি এবং পলাতক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট