চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

পেকুয়ায় কহলখালি খালে পরিচ্ছন্নতা অভিযান শুরু

পেকুয়া সংবাদদাতা

১৪ আগস্ট, ২০২৪ | ৪:১৩ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ, স্বেচ্ছাসেবী সংগঠন ও ছাত্রদের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় কহলখালী খাল পরিচ্ছন্নতা কাজ শুরু করেছে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু।

 

বুধবার (১৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ হল রুমে পেকুয়ার সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিদের সাথে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পেকুয়ার কহলখালী খাল পরিস্কার পরিচ্ছন্নতাও সুন্দর পেকুয়া গড়তে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, ভাইস চেয়ারম্যান মাহবুবুল করিম, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ. এম. এমরান আহমেদ, সাধারণ সম্পাদক এম,দিদারুল করিম, সাংবাদিক এফ এম সুমন, পরিবেশ কর্মী দেলোওয়ার হোছাইনসহ এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তাদের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণির পেশাজীবী মানুষ।

 

উল্লেখ্য, গত ১৬ জুলাই দৈনিক পূর্বকোণে দখল দূষণে কহলখালী খালের একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তারই ভিত্তিতে এ খালের পরিচ্ছন্নতা কাজ শুরু করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট