চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

অস্ত্র গুলিসহ নৌবাহিনীর হাতে সন্ত্রাসী আটক মহেশখালীতে

মহেশখালী সংবাদদাতা

১০ আগস্ট, ২০২৪ | ১১:০০ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন এলাকা থেকে রায়হান (২৪) নামে এক সন্ত্রাসীকে অস্ত্র ও দুটি কার্তুজসহ আটক করেছে বাংলাদেশ নৌ-বাহিনী।

 

শনিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় মহেশখালীতে দায়িত্বরত নৌ বাহিনীর লে. কমান্ডার সৈয়দ আহমেদ সাকিবের নেতৃত্বে নৌ-বাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে।

 

গ্রেপ্তার রায়হান উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরা ঘোনা গ্রামের আমির হোসাইনের ছেলে।

 

ওই দিন রাত ৮টায় নৌ বাহিনীর মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

 

জানা যায়, উপজেলার আদিনাথ মন্দিরের অদূরে স্থানীয়দের উপর সন্ত্রাসীরা হামলা করেছে। সন্ত্রাসী হামলার সংবাদ পেয়ে টহলরত নৌবাহিনী দলটি সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় এবং একজন সশস্ত্র সন্ত্রাসীকে একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ সময় অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরবর্তীতে অস্ত্রসহ আটক সন্ত্রাসীকে মহেশখালী থানায় হস্তান্তর করা হবে বলে জানান তারা।

 

 

পূর্বকোণ/হুবাইব/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট