চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রাউজানে মাছ ধরতে লেকে ডুবে যুবকের মৃত্যু

রাউজান সংবাদদাতা

৭ আগস্ট, ২০২৪ | ১০:৪২ অপরাহ্ণ

রাঙামাটি সড়কের পাশে রাউজান পিংকসিটি-১ লেকে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবক মারা গেছেন। পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর রাউজান ও চট্টগ্রাম ফায়ার সাভিসের দুটি ডুবুরি দল তাকে উদ্ধার করে।

 

নিহত যুবক মো. হৃদয় (২২) রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. ফারুকের ছেলে।

 

রাউজান ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের কর্মকর্তা সামশুল আলম আবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বিকাল ৩টার দিকে হৃদয় নামের একটি ছেলে লেকে নিখোঁজ হওয়ার খবর পাই। পরে আমরা ও চট্টগ্রামের একটি ডুবুরি দল বিকেল ৫টার দিকে তাকে উদ্ধার করি।

 

স্থানীয়রা জানায়, হৃদয় পিংকসিটি লেকে হাত জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট