চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

পেকুয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ৩

পেকুয়া সংবাদদাতা

৩১ জুলাই, ২০২৪ | ৮:০৯ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছে।

 

বুধবার (৩১ জুলাই) বিকাল ৩টার দিকে পেকুয়া উপজেলার ব্যস্ততম এলাকা আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ সময় দীর্ঘ যানজটে ভারী বৃষ্টির মধ্যে জনদুর্ভোগের সৃষ্টি হয়।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মগনামা থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়টি ব্যাটারিরিকশা (টমটম)কে ধাক্কা দেয়, ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বলাকা বাসের সাথে সংঘর্ষ হয়। এ সময় টমটম গাড়ির ড্রাইভার ও পথচারীসহ অন্তত তিনজন আহত হয়।

 

স্থানীয়রা গুরুতর আহত ২ জনকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

 

আহতরা হলেন, রাজাখালী ইউনিয়নের ছরি পাড়া এলাকার হাজী আনছারের ছেলে ওমর ফারুক (৩২), বারবাকিয়া ইউনিয়নের নুরুন নবির ছেলে মোহাম্মদ জমির উদ্দিন (২০)। তবে একজনের নামপরিচয় জানা যায়নি।

 

গুরুতর আহত ওমর ফারুকের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

 

পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট