চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কর্ণফুলীতে খাবার হোটেলে অনিয়ম, ৭০ হাজার টাকা জরিমানা

কর্ণফুলী সংবাদদাতা

৩১ জুলাই, ২০২৪ | ৭:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনসহ নানা অনিয়মের দায়ে তিনটি খাবার হোটেলকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বর এলাকার নিউ মদিনা হোটেল, আল আকসা হোটেল এবং মক্কা হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন, প্রয়োজনীয় কাগজপত্রের অনুপস্থিতি দেখা যায়। এসব কারণে তিন প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অন্যদিকে, একই এলাকার ভাই ভাই স্টোর এবং শান্তা স্টোরে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন থাকার দায়ে চার হাজার টাকা জরিমানা করা হয়।

 

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত বলেন, খাবার হোটেলে অনিয়ম ও তামাকজাত পণ্যের প্রচারের দায়ে নিরাপদ খাদ্য আইন এবং তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে সর্বমোট পাঁচ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

পূর্বকোণ/নয়ন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট