চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

কেপিএমের পরিত্যক্ত ভবন থেকে শ্রমিকের লাশ উদ্ধার

কাপ্তাই সংবাদদাতা

২৭ জুলাই, ২০২৪ | ৮:৪২ অপরাহ্ণ

রাঙামাটির কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) পরিত্যক্ত ভবন থেকে অস্থায়ী শ্রমিক মো. আবুল কাশেমের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (২৭ জুলাই) দুপুর ২টায় লাশটি উদ্ধার করা হয়। নিহত আবুল কাশেম ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ফকিরাঘোনার বাসিন্দা

 

স্থানীয়রা জানায়, আবুল কাশেম কেপিএমের কোম্পানি মাস্টার রোল শ্রমিক ছিলেন। তিনদিন আগে তিনি নিখোঁজ হন। পরিবার অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে গত ২৬ জুলাই কাপ্তাই থানাকে বিষয়টি অবগত করেন। আজ আবুল কাশেমের লাশ কেপিএম কারখানা এলাকার ভেতর পরিত্যক্ত একটি ভবন থেকে উদ্ধার করে পুলিশ।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, আবুল কাশেম নিখোঁজ হওয়ার ঘটনাটি তার পরিবার কাপ্তাই থানাকে অবগত করে। পরে তার সন্ধান পেতে অভিযান শুরু করি। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে কেপিএমের অভ্যন্তরের পরিত্যক্ত ভবনে তার লাশ পাওয়া যায়। লাশটি গলিত অবস্থায় পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

 

 

পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট