চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই, ২০২৪ | ৫:২১ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন।

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে শহরের স্বর্ণটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলো- শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অর্ণব চৌধুরী (১৫) ও এডিশন সাহা (১৬)। এছাড়া আহত শিবম দাশ গুপ্ত (১৪) রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

স্থানীয়রা জানান, আজ দুপুরে তিনবন্ধু কাপ্তাই হ্রদে গোসল করতে নামে। এমন সময় দুই বন্ধু ঘাট থেকে দূরে চলে যায়। এক পর্যায়ে দু’জন পানি ডুবে যায়। এ সময় আরেক বন্ধু সাহায্য করতে গেলে সেও ডুবে যায়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিশা চাকমা। তিনি বলেন, আজ বিকালে পানিতে ডুবে যাওয়া তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগে দুইজনের মৃত্যু হয়েছে। আহত আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট