চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

সেন্টমার্টিনে ট্রলার ডুবে জেলে নিখোঁজ, উদ্ধার ১১

টেকনাফ সংবাদদাতা

২৪ জুলাই, ২০২৪ | ৭:২৮ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় মাছ ধরার ট্রলার ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন। এ সময় ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

বুধবার (২৪ জুলাই) দুপুরে বঙ্গোপসাগরের ঘোলার চরের বিপরীতে ট্রলারটি ডুবে যায় বলে জানান সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ সদস্য আকতার কামাল।

 

নিখোঁজ নূর মোহাম্মদ সৈকত সেন্টমার্টিনের পূর্ব পাড়ার বাসিন্দা।

 

তিনি জানান, ১২ জেলে ও মাঝি-মাল্লার ট্রলারটি নিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাচ্ছিলেন। তখন সাগরে প্রবল ঢেউয়ের তোড়ে সেটি ডুবে যায়।

 

স্থানীয় জেলেরা তখন নৌকা নিয়ে গিয়ে ১১ জনকে উদ্ধার করতে পারে। কিন্তু একজন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানান ইউপি সদস্য।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট