চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

পটিয়ায় বিএনপি অফিস ভাংচুর

পটিয়া সংবাদদাতা

১৮ জুলাই, ২০২৪ | ২:১০ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় শিক্ষার্থীদের কোটাবিরোধী বিক্ষোভের কিছুক্ষণ পর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি অফিসে ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

বৃহস্পতিবার (১৮ জুলাই) সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ের পটিয়া সরকারি কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, সকাল ১১টার দিকে পটিয়া সরকারি কলেজ থেকে কোটাবিরোধী একটি বিক্ষোভ মিছিল বের হয়। কোটাবিরোধী শতাধিক ছাত্র কলেজ থেকে মিছিল সহকারে স্লোগান দিয়ে বের হয়। এ সময় তারা শান্তিপূর্ণ মিছিল শেষে পুনরায় কলেজ ক্যাম্পাসে গিয়ে মিছিলটি শেষ করে। এর কিছুক্ষণ পর স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী এসে বিএনপি অফিস ভাংচুর করে।

 

এ বিষয়ে জানতে চাইলে পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. খোরশেদ আলম জানান, কোটাবিরোধী বিক্ষোভের কিছুক্ষণ পর যুবলীগ নেতা ডি এম জমির উদ্দিনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক যুবলীগ ছাত্রলীগের নেতা-কর্মীরা বিএনপি অফিসে হামলা ও ভাংচুর চালিয়েছে।

এ বিষয়ে জানতে যুবলীগ নেতা ডি এম জমির উদ্দিনের মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

 

জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, বিএনপি অফিসে কারা হামলা করেছে তা জানা যায়নি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট