চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্রবাসী রাশেদের মৃত্যু

হাটহাজারী সংবাদদাতা

১৮ জুলাই, ২০২৪ | ১২:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হাটহাজারীর প্রবাসী মো. রাশেদ (২৫) প্রায় আটদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

আজ বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত রাশেদ হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গণি ব্রিজ সংলগ্ন হিম্মত শিকদার বাড়ির নুর আলমের ২য় ছেলে।

 

মেখল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সবুজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই বছর আগে প্রবাসে পাড়ি দেযন। কিছুদিন আগে প্রবাস থেকে দেশে ছুটিতে আসেন। দেশে আসার তিন দিন পর রাউজানে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে যান। বোনের বাড়ি থেকে বোনের মেয়েকে নিয়ে হাটহাজারী ফেরার পথে রাউজান এলাকায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়লে গুরুতর আহত হন মো. রাশেদ।

 

স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে প্রথমে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় মারা যান তিনি।

 

এদিকে রাশেদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার ও আত্মীয় স্বজনের আহাজারিতে হৃদয়বিদারক দৃশ্য সৃষ্টি হয়।

 

পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট