চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হল ছাড়ার সময় বাড়ল

অনলাইন ডেস্ক

১৭ জুলাই, ২০২৪ | ১১:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ত্যাগ করার সময়সীমা বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

 

হলে অবস্থানরত শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এক কিলোমিটারের মধ্যে কটেজ কিংবা ভাড়া বাসায় অবস্থানরত শিক্ষার্থীদেরও ক্যাম্পাস ত্যাগ করতে হবে।

 

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রীদের এবং রাত সাড়ে ৯টার মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ৫৫১তম জরুরি সিন্ডিকেট সভায় সকাল ১১টার দিকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। তবে অনেক ছাত্রী হল ত্যাগ না করার বিষয়ে লিখিত আবেদন জানান প্রক্টরিয়াল বডিকে।

 

পরবর্তীতে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে উপাচার্যের বিশেষ ক্ষমতাবলে হল ত্যাগের সময়সীমা বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে সবাইকে হলত্যাগ করতে হবে। পাশাপাশি যারা ক্যাম্পাসের আশপাশে এক কিলোমিটার এলাকাজুড়ে কটেজ কিংবা ভাড়া বাসায় রয়েছেন তাদেরকেও চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়। অন্যথায় পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানায় চবি প্রক্টরিয়াল বডি।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট