চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

কক্সবাজার সৈকতে নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার

কক্সবাজার সংবাদদাতা

১৭ জুলাই, ২০২৪ | ১০:৪৬ অপরাহ্ণ

কক্সবাজারের সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া এক পর্যটকের মৃতদেহ ৫২ ঘণ্টা পর মহেশখালীর সোনাদিয়া থেকে উদ্ধার করা হয়েছে।

 

আজ বুধবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া দ্বীপের সাগর পাড়ের প্যারাবন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

 

নিহতের নাম মো. রাহাত (১৮)। তিনি ঢাকার কামরাঙ্গীরচর থানার আল হেরা কমিউনিটি সেন্টার এলাকার আলী আকবরের ছেলে।

 

গত সোমবার (১৫ জুলাই) দুপুর ১টার দিকে রাহাতসহ আরও তিনজন বন্ধু কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন এলাকার সমুদ্রে গোসলে নামেন।

 

এ সময় স্রোতের টানে ভেসে যেতে থাকা রাহাতের বন্ধুদের স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হয়। পরে স্থানীয় লাইফগার্ড ও বিচকর্মীরা সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে খোঁজ নিয়েও রাহাতের সন্ধান পাননি।

 

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের পুলিশ সুপার মনজুর মোরশেদ পূর্বকোণকে জানান, বুধবার বিকেল ৫টার দিকে মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের সমুদ্র পাড়ের প্যারাবনে একব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা। পরে তারা মৃতদেহটি উদ্ধারে পুলিশকে খবর দেয়।

 

খবর পেয়ে মহেশখালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পরে নিখোঁজ পর্যটকের লাশের ছবি স্বজনদের কাছে পাঠানোর পর পরিচয় শনাক্ত হয়। এবং বিকেল সাড়ে ৬টার দিকে স্বজনদের লাশ হস্তান্তর করা হয়।

 

এই ঘটনায় স্থানীয় ও পর্যটকেরা দুঃখ প্রকাশ করেছেন এবং সৈকতে আরও নিরাপত্তা ব্যবস্থাসহ উদ্ধার কাজে ফলপ্রসূ দীর্ঘস্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়া বারবার সাগরে গোসলে নেমে নিখোঁজ হওয়ার এ ধরনের ঘটনাটি পর্যটকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট