চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

ফটিকছড়িতে ‘বেপরোয়া’ বাইকে প্রাণ গেল চালকের

নাজিরহাট সংবাদদাতা

১৭ জুলাই, ২০২৪ | ৭:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ লোকমান হোসেন (৫৩) নামের একব্যক্তি প্রাণ হারিয়েছেন।

 

আজ বুধবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে ফটিকছড়ি সদরের বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মর্মান্তিক ঘটনাটি ঘটে।

 

তিনি ফটিকছড়ি পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের কামাল বাড়ির মৃত সামশুল আলমের ছেলে।

 

ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) হিমেল চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িসহ উল্টে পড়ে মুখমণ্ডলে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা উদ্ধার করে নাজিরহাটের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লোকমান হোসেনকে মৃত ঘোষণা করেন।

 

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট