চট্টগ্রাম শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

কোটা আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে মানববন্ধন

মাটিরাঙা সংবাদদাতা

১৭ জুলাই, ২০২৪ | ৮:৩২ অপরাহ্ণ

কোটা বাতিল আন্দোলনের নামে জাতীয় পতাকার অবমাননা, বীর মুক্তিযোদ্ধা, মহান মুক্তিযুদ্ধ ও প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে এবং কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে খাগড়াছড়ির মাটিরাঙায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মাটিরাঙার মুক্তিযোদ্ধা চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্মিলিত বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মাটিরাঙা উপজেলা ইউনিট এ মানববন্ধনের আয়োজন করে।

 

মাটিরাঙা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাশেমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. রহিছ উদ্দিন।

 

মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হারুন মিয়া, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ হাওলাদার, মাটিরাঙা উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত আকবর প্রমুখ।

 

কোটা আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টিকারীদের শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা কোটা বাতিলের আন্দোলনের নামে প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতি করে ও কোটা নিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে একটি চক্র অপ-রাজনীতি ও জনভোগান্তি সৃষ্টি করছে। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে স্বাধীনতা সংগ্রামের পরাজিত শক্তি জামায়াত-বিএনপি এখন শিক্ষার্থীদের দিয়ে অপ-রাজনীতি করে ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করছে।

 

তারা বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ভূলুণ্ঠিত করতে তারা একাট্টা হয়েছে। স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে তারা নিজেদের রাজাকার পরিচয় দিচ্ছে, যা মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের জন্য লজ্জার।

 

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির লোকজন অংশগ্রহণ করে।

 

 

পূর্বকোণ/ছোটন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট